ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সংবাদপত্র এখন অনলাইন নির্ভর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, মে ৪, ২০১৭
সংবাদপত্র এখন অনলাইন নির্ভর আলোচনা সভার অতিথি ও আলোচকরা। ছবি: আনোয়ার হোসেন রানা

ঢাকা: ‘সংবাদপত্র এখন অনলাইন নির্ভর। বাজারে টিকে থাকতে নিজেদের সংবাদপত্রের খবর অনলাইনে প্রচার করে নিজেদের মার্কেটই নষ্ট করছে। ডিজিটাল মিডিয়া বলতে অনলাইন সংবাদ মাধ্যমকেই বলা হচ্ছে। সংবাদপত্রের জন্য এই মিডিয়া হুমকি হলেও মানুষের প্রত্যাশা অনেক’।  

বৃহস্পতিবার (০৪ মে) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ইন্দো-বাংলা ডিজিটাল মিডিয়ার হুমকি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সভাটির আয়োজন করে কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিজেএ), বাংলাদেশ চ্যাপ্টার।

সভার প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘নতুন প্রজন্মের কাছে প্রধান সংবাদ মাধ্যম অনলাইন সংবাদ বা ডিজিটাল সংবাদ। তবে গ্রাম পর্যায়ে এখনও সেটি কাভার করতে পারেনি। আর আমরা যারা পত্রিকা পড়ি, তারা মূলত সংবাদের তুলনা খুঁজতে পড়ে থাকি। এটি সময়ের ব্যাপার যে, সংবাদপত্র আর থাকবে না’।

ভারতের সংবাদপত্র টেলিগ্রাফের নয়াদিল্লির ব্যুরো চিফ জয়ন্ত রায় সভায় বলেন, ‘পুরো পৃথিবীর সংবাদপত্র এখন অনলাইন ভিত্তিক। মানুষ আর পত্রিকা-টিভি খুঁজতে চান না, যেখানে আছেন, সেখান থেকেই সংবাদ পড়তে চান’।

ইন্টারন্যাশনাল কমিটি অব কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইমেরিটাস  হাসান শাহরিয়ার বলেন, ‘আমাদের সবার উচিৎ, পুরনোকে আঁকড়ে না ধরে সময় যেদিকে যাচ্ছে, আমাদের সংবাদপত্রকেও সেদিকে নিয়ে যেতে। তা না হলে আমরা পিছিয়ে পড়বো’।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন, ‘অনলাইন সংবাদপত্রে প্রত্যাশার চেয়ে হুমকি বেশি’।

কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক শ্যামল দত্তের সভাপতিত্বে সভার বক্তারা ভবিষ্যৎ সংবাদ মিডিয়া কোন পথে যাচ্ছে, সে বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।