বৃহস্পতিবার (০৪ মে) ‘আন্তর্জাতিক ফায়ার ফাইটার্স ডে’ উপলক্ষে মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলী আহম্মেদ খান বলেন, ফায়ার সার্ভিসের কাজ এখন শুধু ফায়ার ফাইটিং নয়, এখন যে কোনো দুর্ঘটনায় উদ্ধার একটা বড় কাজ।
আন্তরিকভাবে কাজ করলে আরও সক্ষমতা বাড়বে উল্লেখ করে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, ফায়ার সার্ভিস গঠনের রিফর্ম জরুরি। ফায়ার সার্ভিসের কর্মীদের মানসিক ও শারীরিকভাবে সেনাবাহিনীর চেয়েও শক্ত হতে হবে। নিরাপদ বাংলাদেশ গড়তে ফায়ার সার্ভিসকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দেশে ২০১১ সাল থেকে ২০১৬ পর্যন্ত কাজ করতে গিয়ে ১০ জন ফায়ার ফাইটার নিহত ও ১৯ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডসহ যে কোনো দুর্যোগে কাজ করার পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে।
২২০টি ফায়ার স্টেশনের কর্মী দিয়ে ৩২৫টি ফায়ার স্টেশনের কাজ চালানো হচ্ছে। তাই ঘাটতি জনবল পূরণ করতে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয় সভায়।
১৯৯৮ সালের ২ ডিসেম্বর অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় একটি বুশ ফায়ার ফাইটিংয়ে পাঁচজন ফায়ার ফাইটার নিহত হন। তাদের আত্মত্যাগের স্মরণে প্রতিবছর ৪ মে দিবসটি পালন করা হয়। বাংলাদেশে দ্বিতীয়বারের মতো দিবসটি পালিত হচ্ছে।
সভায় আরও বক্তব্য রাখেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ) লে. কর্ণেল মোশারফ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মে ০৪, ২০১৭
পিএম/জিপি/বিএস