ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

হাওরে দুর্নীতির অভিযোগে ৪জনকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, মে ৪, ২০১৭
হাওরে দুর্নীতির অভিযোগে ৪জনকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

ঢাকা:  সুনামগঞ্জের হাওরে ২৮টি বাঁধ নির্মাণ না করে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৪ জনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এরা হলেন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. জাহাঙ্গীর কবির, অতিরিক্ত মহাপরিচালক আব্দুল হাই বাকী ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হারুনর রশীদ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো.খলিলুর রহমান।

বৃহস্পতিবার ( ৪ মে) দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।


বাংলানিউজকে তিনি জানান, দুদকের পরিচালক মো. বেলাল হোসেনের নেতৃত্বে একটি টিম দুপুর পৌনে ১টা থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। হাওরের কোনো ধরনের দুর্নীতি হয়েছে কিনা সেটা জানতেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হাওরের দুর্নীতি খুঁজতে দুদকের পরিচালক মোহাম্মদ বেলাল হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন- উপ-পরিচালক মো. আবদুর রহিম ও সহকারী পরিচালক সেলিনা আক্তার মনি।

এছাড়া সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়ার অধিকাংশ হাওর এখন ডুবে গেছে। হাওরের বাঁধগুলো মেরামত ও নতুন নির্মাণে দুর্নীতির কারণেই এই ফসলহানি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ৪,২০১৭
এসজে/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।