বৃহস্পতিবার (০৪ মে) দুপুর দেড়টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাইদুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। কামরুল ইসলাম উপজেলার মাওনা এলাকার মনির হোসেনের ছেলে।
ভুলতা ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) ফাইজুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাওনা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় কামরুল ইসলামকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক কামরুলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
বর্তমানে তাকে নারায়ণগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এনটি