প্রতিষ্ঠান দুটো হলো- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আব্দুল আজিজ মেমোরিয়াল সেকেন্ডারি স্কুল এবং সাতক্ষীরার তালা উপজেলার উদয়ন সেকেন্ডারি স্কুল।
বৃহস্পতিবার (৪ মে) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত ফলাফল ঘোষণার অনুষ্ঠানে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র একথা জানান।
তিনি বলেন, ২০১৬ শিক্ষাবর্ষে যশোর বোর্ডের তিনটি বিদ্যালয়ে শতভাগ ফেল করেছিল। পরে মন্ত্রণালয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। ঠিক এই দুইটি প্রতিষ্ঠানের ব্যাপারেও একই ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আব্দুল আজিজ মেমোরিয়াল সেকেন্ডারি স্কুলের ৫ পরীক্ষার্থী এবং সাতক্ষীরার তালা উপজেলার উদয়ন সেকেন্ডারি স্কুলের ৪ পরীক্ষার্থীর সবাই ফেল করেছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মে ৪, ২০১৭
জেডএম/