ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বনানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, মে ৪, ২০১৭
বনানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ঢাকা: রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে দেওয়ান মাহাবুব আলী নামে ৬০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেওয়ান মাহাবুব আলীর বাড়ি রংপুর জেলার সদর উপজেলায়।

তিনি মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড এলাকায় থাকতেন।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, বনানী চেয়ারম্যান বাড়ি সংলগ্ন রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। নিহত মাহাবুব সরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি চাকরি থেকে অবসরে ছিলেন।

দেওয়ান মাহাবুর আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এএসআই রবিউল্লাহ।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এজেডএস/জিপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।