ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ছাত্রীরা এগিয়ে পাসে, পিছিয়ে জিপিএ-৫এ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, মে ৪, ২০১৭
ছাত্রীরা এগিয়ে পাসে, পিছিয়ে জিপিএ-৫এ ছাত্রীরা এগিয়ে পাসে, পিছিয়ে জিপিএ-৫এ

ঢাকা: সব শিক্ষাবোর্ড মিলিয়ে এবারের এসএসসির ফলাফলে ছাত্রীদের পাসের হার ০ দশমিক ৮৯ ভাগ বেশী। যা ছাত্রদের তুলনায় খুব বেশি নয়।

আটটি সাধারণ শিক্ষাবোর্ডের ছাত্র-ছাত্রীদের ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ছাত্রের তুলনায় ১৯ হাজার ১০৫ জন ছাত্রী বেশি অংশ নিয়ে ২২ হাজার ৪৯৪ জন ছাত্রী বেশি ‍পাস করেছে। যা ছাত্রের তুলনায় ০ দশমিক ৯৮ ভাগ বেশি।

সব শিক্ষাবোর্ড মিলিয়ে এবার ছাত্র উত্তীর্ণের ‍হার শতকার ৭৯ দশমিক ৯৩ ভাগ। আর ছাত্রী উত্তীর্ণের হার ৮০ দশমিক ৭৮। তবে, জিপিএ-৫ এ এগিয়ে ছাত্ররা। ৫৩ হাজার ৪৮৮ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। আর ৫১ হাজার ২৩৭ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

বৃহস্পতিবার (০৪ মে) দুপুরে প্রকাশিত ফলাফলের তথ্যে দেখা যায়, এবার বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে গত বছরের চেয়ে পাসের হার একটু কম। আর মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে গত বছরের চেয়ে পরীক্ষার্থী বাড়লেও কমেছে জিপিএ-৫। তবে, বিজ্ঞানে পরীক্ষার্থী বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে জিপিএ-৫।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মে ৪, ২০১৭
এসএ/ওএইচ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।