এ বছর গোপালগঞ্জে জিপিএ-৫ এর দিক থেকে এস.এম মডেল গভঃ হাইস্কুল জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। তবে, পাসের দিক থেকে বীণাপানি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এগিয়ে রয়েছে।
এস.এম মডেল গভঃ হাই স্কুল থেকে এ বছর ২২৩ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এরমধ্যে ২১৯ জন পাস করেছে। পাসের হার শতকরা ৯৮.৯৯ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৮ জন। এ স্কুল থেকে বিজ্ঞান বিভাগে ১৬৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৬২ জন কৃতকার্য হয়েছে। একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। জিপিএ-৫ পেয়েছে ৮৭ জন। ব্যবসায় শিক্ষায় ৫২ জন অংশ নিয়ে পাস করেছে ৪৯ জন। জিপিএ-৫ পেয়েছে একজন জন। মানবিক বিভাগে আটজন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে।
অন্যদিকে, বীণাপানি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ১৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯৬ জন কৃতকার্য হয়েছে। পাসের হার শতকরা ৯৯ দশমিক ৪৯ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন। এ স্কুল থেকে বিজ্ঞান বিভাগে ১১৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১১৫ কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৬২ জন। ব্যবসায় শিক্ষায় ৩৯ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে দুই জন জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগে থেকে ৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে একজন।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এনটি