ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে রাব্বির বিরুদ্ধে মামলার প্রতিবেদন দাখিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, মে ৪, ২০১৭
না’গঞ্জে রাব্বির বিরুদ্ধে মামলার প্রতিবেদন দাখিল

নারায়ণগঞ্জ: ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে মামলার তদন্ত করতে আদালতের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই প্রতিবেদন দাখিল করে।

জানা যায়, গত ১৯ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সমন্বয়ক মওলানা ফেরদাউসুর রহমান বাদী হয়ে রফিউর রাব্বির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেন।

ওই মামলা আদালত গ্রহণ করে আগামী ৭ মে এর মধ্যে প্রতিবেদন জমা দিতে ডিবিকে নির্দেশ দেন।

মামলায় বাদী অভিযোগ তোলেন, রাব্বির সেই বক্তব্য বাদীসহ সারাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের ওপর ধর্মীয় আঘাত হানার সামিল। তাছাড়া এটা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে কটূক্তির সামিল।

মামলায় অভিযোগে বলা হয়, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষে ৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে এক অনুষ্ঠানে রফিউর রাব্বি ইসলাম ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বক্তব্য রেখেছেন।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাসান জানান, ‘আদালতের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন দাখিল করেছি। আগামী ৭ মে মামলার শুনানি হবে। এর আগে কিছু বলতে পারছি না। তবে আমরা নিরপেক্ষ তদন্ত করেছি, যেখানে ভিডিও ফুটেজ, সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ, মামলার বাদী-বিবাদীসহ সংশ্লিষ্ট যাদের প্রয়োজন হয়েছে তাদের সঙ্গে কথা বলে তথ্য দাখিল করা হয়েছে। ’
 
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম বাংলানিউজকে বলেন, ‘তদন্ত প্রতিবেদন হস্তগত হয়েছে। এটা নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা হবে। প্রতিবেদনে কি আছে সেটা বলা যাবে না। ’

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মে ৪, ২০১৭
জিপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।