বৃহস্পতিবার (৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলার এনায়েতপুর গ্রামের হাজী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো-হাজী বাড়ির কামাল হোসেনের ছেলে জিহাদ (৫) ও একই বাড়ির মোস্তফা কামালের ছেলে শাওন (৪)।
স্থানীয়রা জানান, দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় জিহাদ ও শাওন। দীর্ঘ সময় তাদের না দেখে স্বজনরা খুঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর তাদের পুকুরে ভাসতে দেখা যায়। এ অবস্থায় শিশু দু’টিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আলীনূর মো. বশির আহাম্মদ তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে, শিশু দু’টির মৃত্যুর কথা শুনে স্বজনরা হাসপাতালের চেয়ার, টেবিল ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ হোসেন বাংলানিউজকে জানান, ভাঙচুরের ঘটনায় মজিবুর (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ভাঙচুরের সঙ্গে জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মে ০৪, ২০১৭
আরবি/এসআই