ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ভোলায় ৪ কেজি গাঁজাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, মে ৪, ২০১৭
ভোলায় ৪ কেজি গাঁজাসহ আটক ১

ভোলা: ভোলায় চার কেজি গাঁজাসহ মো. রাসেল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৪ মে) দুপুরে শহরের বীরশ্রেষ্ট মোস্তফা কামাল বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। রাসেল ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ভোলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চার কেজি গাঁজাসহ রাসেলকে আটক করা হয়।

এ বিষয়ে ভোলা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রাসেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।