ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জ সদরে ভাড়াটিয়া ফরম বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, মে ৪, ২০১৭
নারায়ণগঞ্জ সদরে ভাড়াটিয়া ফরম বিতরণ নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও সদর থানা পুলিশ সম্মিলিতভাবে এ ফরম বিতরণ করেন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর থানার এলাকাগুলোতে বাড়ির মালিকদের ভাড়াটিয়া তথ্য ফরম বিতরণ করেছে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ।

এ ফরম পূরণের ফলে বাড়ির ভারাটিয়াদের তথ্য জানা যাবে। থানার প্রতিটি ভাড়াটিয়াদের কাছে এ ফরম পৌঁছে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।

বৃহস্পতিবার (০৪ মে) দুপুরে জেলা পুলিশ ও সদর থানা পুলিশ সম্মিলিতভাবে এ ফরম বিতরণ করেন।

ফরম বিতরণ কার্যক্রম চালাকালে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) শরফুদ্দিন, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি ডা. শাহনেওয়াজ, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মে ০৪, ২০১৭
জিপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।