বৃহস্পতিবার (০৪ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সাধারণ সভায় হাসান আরেফিনকে (দৈনিক বর্তমান) সভাপতি ও আশীষ কুমার দে-কে (পিটিবি.কম) সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি গঠিত হয়।
সভায় দৈনিক মানবজমিনের নির্বাহী সম্পাদক শামীমুল হক ও জাগোনিউজ২৪.কমের বিশেষ প্রতিনিধি ফজলুল হক শাওনসহ সাতজন সিনিযর সাংবাদিককে সদস্য করে উপদেষ্টা পরিষদও গঠিত হয়।
কমিটির অন্য কর্মকর্তারা হলেন- সিনিয়র সহ সভাপতি আজমল হক হেলাল (সকালের খবর), সহ সভাপতি আবু সালেহ আকন (নয়াদিগন্ত), যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন গাজী (বাংলাভিশন), কোষাধ্যক্ষ নিখিল ভদ্র, সাংগঠনিক সম্পাদক রাজন ভট্টাচার্য (জনকন্ঠ) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক এন রায় রাজা (ভোরের কাগজ)। নির্বাহী সদস্যরা হলেন- রফিকুল ইসলাম সবুজ (প্রকাশিতব্য দৈনিক আমার দিন), নুরুল ইসলাম (ইনকিলাব), অমরেশ রায় (সমকাল), অখিল পোদ্দার (একুশে টেলিভিশন), মাহমুদ আকাশ (সংবাদ), এজাজুল হক মুকুল (যায়যায়দিন), কাজী সোহাগ (মানবজমিন), মাহফুজুর রহমান শুভ (জনতা) ও শফিকুল ইসলাম (ঢাকা প্রতিদিন)।
সভার শুরুতে পরিবহন সেক্টরে কর্মরত সাংবাদিকদের প্রথম সংগঠন শিপিং অ্যান্ড কমিউনিকেশন্স রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) নাম পরিবর্তন করে রোডস্, রেলওয়েজ অ্যান্ড শিপিং রিপোর্টার্স ফোরাম (আরএসআরএফ) নামকরণের প্রস্তাব ও সংশোধিত গঠনতন্ত্র অনুমোদিত হয়।
বিদায়ী কমিটির আহ্বায়ক হাসান আরেফিনের সভাপতিত্বে সাধারণ সভায় বিদায়ী সদস্য সচিব রফিকুল ইসলাম সবুজ, আবু সালেহ আকন, আশীষ কুমার দে ও এন রায় রাজা বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এএসআর