বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙ্গামাটি শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিএফডিসি কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় প্রতিমন্ত্রী বলেন, কাপ্তাই হ্রদের মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য এলাকার পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হচ্ছে।
কাপ্তাই হ্রদকে রক্ষা করতে হলে দূষণ রোধ করতে হবে। এজন্য স্থানীয় প্রশাসন ও স্থানীয় মৎস্যজীবীসহ সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক মো. মানজারুল মান্নানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর তালুকদার, জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বিগ্রেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল গোলাম ফারুক, জেলা বিএফডিসি’র ব্যবস্থাপক কমান্ডার (নৌবাহিনী) মো. আসাদুজ্জামান, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে কাপ্তাই হ্রদে ২৫ মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা ছাড়েন অতিথিরা।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মে ০৪, ২০১৭
আরবি/এসআই