বৃহস্পতিবার (০৪ মে) দুপুর ২টার দিকে কালীগঞ্জ উপজেলার ঘোড়শাল এলাকায় রেল ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে বলেন, কালীগঞ্জ উপজেলার ঘোড়াশাল এলাকায় ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।
তিনি বলেন, নিহতের পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী আত্মহত্যা বা রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তার পড়নে আকাশী রঙের বোরকা রয়েছে।
নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান এসআই আনোয়ারুল।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মে ০৪, ২০১৭
আরএস/জিপি/বিএস