ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

৯৯ শতাংশ মানুষ সেনিটেশনের অন্তর্ভুক্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, মে ৪, ২০১৭
৯৯ শতাংশ মানুষ সেনিটেশনের অন্তর্ভুক্ত

জাতীয় সংসদ ভবন থেকে: বর্তমানে বাংলাদেশে খোলা স্থানে মলমূত্র ত্যাগের হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। দেশের জনগণের ৯৯ শতাংশ মৌলিক স্যানিটেশনের অন্তর্ভুক্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পৃতিবার (০৪ মে) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের উত্তরে একথা জানান স্থানীয় সরকার মন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে শেখ হাসিনার সরকারের রূপকল্প ২০২১ সালের মধ্যে সারা দেশে স্যানিটেশন ব্যবস্থা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ইতোমধ্যে স্যানিটেশন কাভারেজ উন্নয়নে বাংলাদেশ প্রভূত সাফল্য অর্জন করেছে। বর্তমানে ৯৯ শতাংশ জনগণ মৌলিক স্যানিটেশনের অন্তর্ভুক্ত। এর মধ্যে যৌথ ল্যাট্রিন এবং ১০ শতাংশ অনুন্নত ল্যাট্রিন ব্যবহার করেন।

বিশেষ করে খোলা স্থানে মলমূত্র ত্যাগের হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে, যা ২০০৩ সালে ছিল প্রায় ৪২ শতাংশ।

নাপের সংসদ সদস্য আমিনা আহমেদের প্রশ্নের উত্তরে খন্দকার মোশাররফ হোসেন বলেন, সুপেয় পানি এবং কৃষি কাজে ভূ-গর্ভস্থ পানির উপর অধিক হারে নির্ভরশীলতার কারণে ইতোমধ্যে ভূ-গর্ভস্থ পানির স্তর ৩ মিটার থেকে ১০ মিটার পর্যন্ত নিচে নেমে গিয়েছে। ফলে শুষ্ক মৌসুমে নলকূপে পর্যাপ্ত পরিমাণে পানি পাওয়া যায় না।

এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার ৩শ’ ৭৫ কোটি টাকা ব্যয়ে পানি সংরক্ষণ, নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে জেলা পরিষদের পুকুর/দিঘি/জলাশয় পুনঃখনন/ সংস্কার শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।