ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে হাতিরঝিল প্রকল্প পরিদর্শনে আইভী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, মে ৫, ২০১৭
না’গঞ্জে হাতিরঝিল প্রকল্প পরিদর্শনে আইভী না’গঞ্জে হাতিরঝিল প্রকল্প পরিদর্শনে আইভী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের দেওভোগে জনসাধারণের ওয়াকওয়ে প্রকল্প হাতিলঝিলের কাজ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

শুক্রবার (০৫ মে) বেলা সাড়ে ১১টায় প্রকল্প পরিদর্শনের সময় চারুকলার সামনে কয়েকটি বৃক্ষরোপণ করেন তিনি।

এ সময় তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় আইভী প্রকল্পের কাজ সঠিকভাবে এগোচ্ছে কিনা তার খোঁজখবর নেন। একইসঙ্গে কাজে কোনো গাফিলতি হলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন মেয়র আইভি।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, মে ০৫, ২০১৭
জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।