শুক্রবার (০৫ মে) সকালে রাজধানীর কারওয়ানবাজার, পুরান ঢাকার ইংলিশ রোডের রায়সাহেব বাজার ও নতুন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
কারওয়ানবাজারে আসা মাছের ৫০ শতাংশই ইলিশ।
রায়সাহেব বাজারে প্রতিটি ১ কেজি ওজনের ইলিশ ৯শ’ টাকা, ৭শ’-৮শ’ গ্রাম ওজনের ইলিশ ৭শ’ টাকা এবং ৪শ’-৫শ’ গ্রাম ওজনের ইলিশ ৫শ’ টাকায় বিক্রি হচ্ছে।
নতুনবাজার খুচরা বাজারেও প্রায় একই দামে ইলিশ বিক্রি হচ্ছে।
কারওয়ানবাজারে ইলিশ কিনতে আসা রিয়াদুল হাসান বাংলানিউজকে বলেন, ‘কিছুদিন আগেও ইলিশের দাম বেশি ছিলো। গত সপ্তাহে এক কেজি ওজনের ইলিশ হাজার টাকার বেশি দামে কিনেছি। সেখানে আজ এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৮শ’ টাকায়। এভাবে দাম সহনীয় পর্যায়ে থাকলে সবাই ইলিশ কিনে খেতে পারবেন’।
কারওয়ানবাজারের ইলিশ ব্যবসায়ী মাসুদ রানা বাংলানিউজকে বলেন, দুই মাস ইলিশ ধরা বন্ধ থাকায় জেলেরা এখন প্রচুর মাছ পাচ্ছেন। পদ্মা ও বাইরে থেকে আসা ইলিশ মিলে রাজধানীর আড়ত ও বাজারগুলোও এখন ইলিশে সয়লাব। ফলে দাম অনেক কম। তবে যে পরিমাণে মাছ আসছে, সে পরিমাণে ক্রেতা নেই। এ অবস্থা আরও কয়েকদিন থাকবে। তারপর বাজার ঠিক হবে।
জাটকা রক্ষায় দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর গত সোমবার (০১ মে) থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ইলিশ বিচরণের পাঁচটি অভয়াশ্রমে মাছ ধরা শুরু হয়েছে। চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে দক্ষিণে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত পদ্মা-মেঘনার ১০০ কিলোমিটার নদীতে মাছ ধরায় ব্যস্ত এখন জেলেরা।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এসজে/এএসআর