ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ইলিশ প্রচুর, ক্রেতা কম

শেখ জাহিদুজ্জামান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, মে ৫, ২০১৭
ইলিশ প্রচুর, ক্রেতা কম বাজারগুলোতে ইলিশের তুলনায় ক্রেতা কম। ছবি: দীপু মালাকার

ঢাকা: মার্চ-এপ্রিল দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণে নেমেছেন জেলেরা। তারা প্রচুর মাছ পেলেও বাজারে ইলিশের ক্রেতা কম।

শুক্রবার (০৫ মে) সকালে রাজধানীর কারওয়ানবাজার, পুরান ঢাকার ইংলিশ রোডের রায়সাহেব বাজার ও নতুন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
 
কারওয়ানবাজারে আসা মাছের ৫০ শতাংশই ইলিশ।

তবে ক্রেতা হাতেগোনা। এ বাজারে প্রতিটি ১ কেজি ওজনের ইলিশ ৮শ’ টাকা, ৭শ’-৮শ’ গ্রাম ওজনের ইলিশ ৬শ’ টাকা এবং ৪শ’-৫শ’ গ্রাম ওজনের ইলিশ ৪শ’ টাকায় বিক্রি হচ্ছে।
 
রায়সাহেব বাজারে প্রতিটি ১ কেজি ওজনের ইলিশ ৯শ’ টাকা, ৭শ’-৮শ’ গ্রাম ওজনের ইলিশ ৭শ’ টাকা এবং ৪শ’-৫শ’ গ্রাম ওজনের ইলিশ ৫শ’ টাকায় বিক্রি হচ্ছে।

নতুনবাজার খুচরা বাজারেও প্রায় একই দামে ইলিশ বিক্রি হচ্ছে।
 
কারওয়ানবাজারে ইলিশ কিনতে আসা রিয়াদুল হাসান বাংলানিউজকে বলেন, ‘কিছুদিন আগেও ইলিশের দাম বেশি ছিলো। গত সপ্তাহে এক কেজি ওজনের ইলিশ হাজার টাকার বেশি দামে কিনেছি। সেখানে আজ এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৮শ’ টাকায়। এভাবে দাম সহনীয় পর্যায়ে থাকলে সবাই ইলিশ কিনে খেতে পারবেন’।  
 
রাজধানীর আড়ত ও বাজারগুলো এখন ইলিশে সয়লাব।  ছবি: দীপু মালাকারকারওয়ানবাজারের ইলিশ ব্যবসায়ী মাসুদ রানা বাংলানিউজকে বলেন, দুই মাস ইলিশ ধরা বন্ধ থাকায় জেলেরা এখন প্রচুর মাছ পাচ্ছেন। পদ্মা ও বাইরে থেকে আসা ইলিশ মিলে রাজধানীর আড়ত ও বাজারগুলোও এখন ইলিশে সয়লাব। ফলে দাম অনেক কম। তবে যে পরিমাণে মাছ আসছে, সে পরিমাণে ক্রেতা নেই। এ অবস্থা আরও কয়েকদিন থাকবে। তারপর বাজার ঠিক হবে।
 
জাটকা রক্ষায় দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর গত সোমবার (০১ মে) থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ইলিশ বিচরণের পাঁচটি অভয়াশ্রমে মাছ ধরা শুরু হয়েছে। চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে দক্ষিণে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত পদ্মা-মেঘনার ১০০ কিলোমিটার নদীতে মাছ ধরায় ব্যস্ত এখন জেলেরা।
 
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এসজে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।