ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, মে ৫, ২০১৭
গোবিন্দগঞ্জে খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে মামলা গোবিন্দগঞ্জে খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে মামলা

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগ সরকারি খাদ্যগুদামের ৪২ মেট্রিক টন চাল ঘাটতির অভিযোগে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মো. আবদুল্যাহ’র বিরুদ্ধে মামলা হয়েছে। একই সঙ্গে খাদ্যগুদামটি সিলগালা করে দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (৪ মে) রাত পৌনে ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আহাদ আলী বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি গোলাপবাগ সরকারি খাদ্যগুদাম পরিদর্শনে যান।

এসময় তিনি গুদামে চালের মজুদের খোঁজখবর নিতে গেলে ৪২ মেট্রিক টন চাল ঘাটতির বিষয়টি জানতে পারেন।

পরে খাদ্যগুদামটি সিলগালা করা হয়। এছাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, চাল ঘাটতির অভিযোগে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আবদুল্যাহ’র বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত ও আবদুল্যাহকে গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মে ০৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।