বৃহস্পতিবার (৪ মে) রাত পৌনে ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আহাদ আলী বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি গোলাপবাগ সরকারি খাদ্যগুদাম পরিদর্শনে যান।
পরে খাদ্যগুদামটি সিলগালা করা হয়। এছাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, চাল ঘাটতির অভিযোগে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আবদুল্যাহ’র বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত ও আবদুল্যাহকে গ্রেফতারে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মে ০৫, ২০১৭
আরএ