ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় নিহত যুবকের পরিচয় মিলেছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, মে ৫, ২০১৭
আশুলিয়ায় নিহত যুবকের পরিচয় মিলেছে আশুলিয়ায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ার টঙ্গাবাড়ি থেকে গলা কেটে হত্যা করা যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহত যুবকের সঙ্গে থাকা মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে পুলিশ তার পরিচয় নিশ্চিত হয়।

নিহত যুবকের নাম সুমন শেখ, তিনি ফরিদপুর জেলার মধুখালি থানার পরকিতপুর গ্রামের কাজিম শেখের ছেলে বলে জানা গেছে। তার নামে কয়েকটি চুরি ও ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এক বছর আগে তিনি একটি ডাকাতির মামলায় জামিনে বের হয়ে আসেন।

শুক্রবার (০৫ মে) সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার পলমল গ্রুপের পোশাক কারখানার পেছনে খোলা জায়গা থেকে স্থানীয়দের খবরের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ ওই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

** আশুলিয়ায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।