শুক্রবার (০৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- হাফিজুর রহমান (৩৩), এমামুল হাসান (২৯) ও আব্দুল মজিদকে (৫৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ফিরোজা বেগমকে (৪২) বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বাংলানিউজকে জানান, মৃধাকচুয়া গ্রামের জিন্নাত আলী মেম্বার ও শাহজাহান আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এর জের ধরে সকালে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এনটি