ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, মে ৫, ২০১৭
বড়াইগ্রামে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

নাটোর: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নাটোরের বড়াইগ্রামের মৃধাকচুয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (০৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- হাফিজুর রহমান (৩৩), এমামুল হাসান (২৯) ও আব্দুল মজিদকে (৫৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ফিরোজা বেগমকে (৪২) বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বাংলানিউজকে জানান, মৃধাকচুয়া গ্রামের জিন্নাত আলী মেম্বার ও শাহজাহান আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এর জের ধরে সকালে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
 
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।