শুক্রবার (৫ মে) দুপুরে উপজেলার পূর্বচর পাড়াতলা এলাকার আড়িয়ালখাঁ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নূরজাহান উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা গ্রামের প্রবাসী নূরুল হকের স্ত্রী।
কটিয়াদী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মাইনউদ্দিন বাংলানিউজকে জানান, শুক্রবার দুপুরে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে নিহত নূরজাহানের পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বাংলানিউজকে জানান, (১ মে) সোমবার থেকে নিখোঁজ ছিলেন নূরজাহান। ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয়। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, মে ০৪, ২০১৭
আরবি/