ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে প্রধান সড়কের বেহাল দশা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, মে ৫, ২০১৭
ধামরাইয়ে প্রধান সড়কের বেহাল দশা ধামরাইয়ে প্রধান সড়কের বেহাল দশা-ছবি: বাংলানিউজ

ধামরাই, ঢাকা: ধামরাই বাজার থেকে কালামপুর বাজার পযর্ন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষাকাল আসার আগেই ঢাকার ধামরাইয়ের প্রধান সড়কগুলোর মধ্যে অন্যতম সড়ক ছোট চন্দ্রইল মহল্লার সড়কের এ অবস্থা।

সড়কের বিভিন্ন স্হানে ছোট-বড় গর্ত তৈরি হওযায় চলাচলে চরম অসুবিধায় পড়তে হচ্ছে উপজেলার হাজারো মানুষকে।
 
সরেজমিন দেখা যায়, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণ না করায় বৃষ্টিতে যানবাহন চলাচল একবারেই অনুপযোগী হয়ে পড়েছে।


 
সড়কটির চন্দ্রইল মহল্লায় ও ধামরাই বাজার থেকে সোমবাগ কাউন্সিল এলাকার সড়কের পিচ ও খোয়া উঠে গেছে। ফলে রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ধামরাইয়ে প্রধান সড়কের বেহাল দশা-ছবি: বাংলানিউজব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী মো. আনিসুর রহমান বাংলানিউজকে জানান, কালামপুরের সড়ক দিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যেখানে এ সড়ক দিয়ে গন্তব্যস্থলে পৌঁছাতে সময় লাগার কথা ৫ মিনিট সেখানে সড়কের বেহাল দশার কারণে এখন সময় লাগে ২০ মিনিট। সময় মত কোনো কাজ করা সম্ভব হয় না।
 
এ সড়ক দিয়ে কোনো অসুস্থ রোগী নিতে হলে পথের ঝাঁকুনির কারণে রোগী আরও বেশি অসুস্থ হয়ে পড়ে।
 
অটোচালক মো. জামাল উদ্দিন বাংলানিউজকে জানান, আমি একজন অটো চালক। ধামরাই থেকে কালামপুর সড়ক খারাপ হওয়ায় আমাদের অটোতে না ওঠে যাত্রীরা পায়ে হেঁটেই তাদের কর্মস্থলে চলে যায়। ফলে আমাদের দিনের আয়-রোজগার হয় সবে মাত্র তিনশত থেকে সাড়ে তিনশত টাকা।

আবার অনেক সময় দেখা যায় চলাচলের সময় সড়কে গাড়ির নাট বা অন্যান যন্ত্রপাতি খুলে পড়ে যায় সেই কারণে আমাদের বাড়তি টাকা গুণতে হয়।
ধামরাইয়ে প্রধান সড়কের বেহাল দশা-ছবি: বাংলানিউজএ বিষয়ে এলজিইডি প্রকৌশলী কর্মকর্তা ইউসুফ বাংলানিউজকে জানান, কালামপুর থেকে সোমভাগ পর্যন্ত সড়কের মেরামত কাজের জন্য প্রায় ৩২ লাখ টাকার ট্রেন্ডার হয়েছে। কাজের ট্রেন্ডার পেয়েছে ইঞ্জিনিয়ার আব্দুর রহমান নামের এক ব্যক্তি। সড়কের মেরামত কাজ দেরি হওয়ায় ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মে ০৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।