ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা (৭০) নিহত হয়েছেন।
শুক্রবার (০৫ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পথচারী শাহ আলম জানান, ধানমন্ডির ২৭ নম্বর সড়কে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধাকে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। তার পরনে রয়েছে প্রিন্টের শাড়ি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এসজেডএস/আরআর/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।