বৃহস্পতিবার (৪ মে) দিনগত রাতে জেলা শহরের লতিফপুর বোর্ড অফিসের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে।
আহত রাজু বাংলানিউজকে জানিয়েছেন, রাত সাড়ে ৯টার দিকে তিনি যুমনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট মোজাম্মেল হোসেন মুন্নার ঘোষেরচর দক্ষিণপাড়া বাসা থেকে মোটরসাইকেলে করে নিজ বাসা বেদগ্রামে ফিরছিলেন।
এ সময় তার মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরো জানান, বিভিন্ন সময় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে তিনি বেশ কিছু প্রতিবেদন করেছেন। এ কারণে ওই সন্ত্রাসীরা তার ওপর ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তার ধারণা।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ ঘটনায় গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা নিন্দা জানিয়েছেন এবং দোষীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ০৫, ২০১৭
আরএ