ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, মে ৫, ২০১৭
গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত-ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে সন্ত্রাসীদের হামলায় রাজীব আহম্মেদ রাজু নামে চ্যানেল ২৪ এর সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ মে) দিনগত রাতে জেলা শহরের লতিফপুর বোর্ড অফিসের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে।

আহত রাজু বাংলানিউজকে জানিয়েছেন, রাত সাড়ে ৯টার দিকে তিনি যুমনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট মোজাম্মেল হোসেন মুন্নার ঘোষেরচর দক্ষিণপাড়া বাসা থেকে মোটরসাইকেলে করে নিজ বাসা বেদগ্রামে ফিরছিলেন।

পথে লতিফপুর বোর্ড অফিসের সামনে ৫/৬ জনের একদল সন্ত্রাসী তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তাকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে।

এ সময় তার মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরো জানান, বিভিন্ন সময় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে তিনি বেশ কিছু প্রতিবেদন করেছেন। এ কারণে ওই সন্ত্রাসীরা তার ওপর ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তার ধারণা।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ ঘটনায় গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা নিন্দা জানিয়েছেন এবং দোষীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ০৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।