ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, মে ৫, ২০১৭
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের মানববন্ধন

ঢাকা: চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

শুক্রবার (০৫ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

এ সময় সংগঠনের ছাত্ররা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির ২১তম বৈঠকে ৩২ বছর করার সুপারিশ জানানো হয়।

তবে নবম জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে ৩৫ বছরের প্রস্তাবটি গৃহীত হয়। সেই সঙ্গে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ এ দাবি বাস্তবায়নের জন্য পাঁচ বছর ধরে যুক্তি তুলে ধরছে। তাই আমরা ৩৮তম বিসিএস বিজ্ঞপ্তির আগেই এর বাস্তবায়ন করতে হবে।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ বলেন, গড় আয়ু যখন ৪৫ ছিল, তখন চাকরিতে প্রবেশের বয়স ছিল ২৭, গড় আয়ু যখন ৫০ ছাড়ালো তখন প্রবেশের বয়স হলো ৩০। বর্তমানে গড় আয়ু ৭১.৬ তবুও সেই ৩০ কেন?

উন্নত বিশ্বের প্রসঙ্গ তুলে বক্ত্যরা বলেন, বাইরের (অন্যান্য দেশ) সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করা প্রয়োজন। উন্নত বিশ্বে কোথাও চাকরিতে প্রবেশের বয়স ৩০ নেই। ভারতে ৩৯, শ্রীলংকায় ৪৫, মালয়েশিয়ায় ৩৫, ইন্দোনেশিয়ায় ৪৫, ফ্রান্সে ৪০, যুক্তরাষ্ট্রে ৫৯ ও কানাডায় ৫৯ বছর। অথচ বাংলাদেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা শুধু ৩০ বছর।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আল আমিন, সংগঠনের দফতর সম্পাদক আলী রেজা রাজু, হারুন অর-রশিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এসটি/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।