ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

খোঁজ মিললো বরিশালের সেই ছাত্রলীগ নেতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, মে ৫, ২০১৭
খোঁজ মিললো বরিশালের সেই ছাত্রলীগ নেতার

বরিশাল: জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক জনি জমাদ্দারের খোঁজ মিলেছে। বৃহস্পতিবার (০৪ মে) দিবাগত রাত ৩টায় নগরীর নথুল্লাবাদ থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সমীরণ মণ্ডল জানান, জনি গত ২৫ দিন ধরে চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি এলাকায় আত্মগোপনে ছিলেন বলে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়। বৃহস্পতিবার রাতে জনি চট্টগ্রাম থেকে বরিশালের উদ্দেশে রওনা হন।

 

খবর পেয়ে বৃহস্পতিবার রাতে নথুল্লাবাদ থেকে তাকে উদ্ধার করা হয়। জনিকে অপহরণ করা হয়নি। এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (০৫) দুপুর ২টার দিকে পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালি পুলিশের সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, জনি নিজেই আত্মগোপন করে আবার স্বেচ্ছায় ফিরে এসেছেন।

গত ৯ এপ্রিল বেলা ১১টার দিকে জনি তার মা-বাবার সঙ্গে দেখা করার জন্য নিজের বাসা থেকে বের হন। এরপর আর বাসায় ফেরেননি। তার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। নিখোঁজের ২১ দিন পর গত ৯ এপ্রিল কোতোয়ালি থানায় জিডি করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এমএস/আরআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।