ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, মে ৫, ২০১৭
রাজধানীতে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

ঢাকা: রাজধানীর মিরপুর-১২ কালাপানি এলাকার ১ নং বস্তির একটি টিনসেড বাড়িতে স্বামী ইমন আলীর ধারালো ছুরির আঘাতে নিহত হয়েছেন স্ত্রী হেলেনা আক্তার (২৭)।

শুক্রবার (০৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন হেলেনা আক্তারকে। তার বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায়।

নিহতের বড় ভাই মিলন বাংলানিউজকে জানান, এক সন্তানের জননী তার‍ বোন স্বামী সন্তান নিয়ে ওই বস্তিতেই ভাড়া থাকতেন। দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে ইমন আলী ধারালো ছুরি দিয়ে তার ঘাড়ে আঘাত করে। তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢামেকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হেলেনাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্বামী ইমন আলীকে এলাকাবাসী আটকে রেখেছে বলে জানান তিনি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বাংলানিউজকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এজেডএস/এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।