শুক্রবার (০৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন হেলেনা আক্তারকে। তার বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায়।
নিহতের বড় ভাই মিলন বাংলানিউজকে জানান, এক সন্তানের জননী তার বোন স্বামী সন্তান নিয়ে ওই বস্তিতেই ভাড়া থাকতেন। দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে ইমন আলী ধারালো ছুরি দিয়ে তার ঘাড়ে আঘাত করে। তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢামেকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হেলেনাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্বামী ইমন আলীকে এলাকাবাসী আটকে রেখেছে বলে জানান তিনি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বাংলানিউজকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এজেডএস/এসআরএস/আরআই