শুক্রবার (০৫ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া উপজেলার মাইপাড়া গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বানেশ্বর ইউনিয়নের মাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে আবু হানিফের বাড়ির পাশের একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় লক্ষ্মী মূর্তিটি উদ্ধার করা হয়।
মূর্তিটির ওজন প্রায় ২ কেজি। প্রথমে এটাকে স্বর্ণের তৈরি মনে হয়েছিলো। পরে পরীক্ষা করে দেখা গেছে এর পুরোটা স্বর্ণের নয়। কিছু অংশে স্বর্ণের আবরণ থাকলেও মূর্তিটির গঠন পিতল দিয়ে। এর আনুমানিক মূল্য কোটি টাকা ছাড়াবে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মূর্তিটি পরে প্রত্মতত্ব অধিদফতরে জমা দেওয়া হবে বলেও জানান হাফিজুর।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এসএস/আরআইএস/আরআই