ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

চালের দাম বৃদ্ধিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, মে ৫, ২০১৭
চালের দাম বৃদ্ধিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ  চালের দাম বৃদ্ধিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ-ছবি-বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুর শহরের বাহাদুর বাজারে চাল কিনতে এসেছেন দিনমজুর বাবুল মিয়া। কিন্তু দাম শুনেই তার মুখ গেছে শুকিয়ে। বলছিলেন, ‘আগে প্রতি শুক্রবার মাছ-মাংস খাইতাম, কিন্তু চালের দাম বৃদ্ধি পাওয়ায় যা আয় করি তাতে আর ভালো মন্দ খাওয়ার কোনো সুযোগ নেই।’ 

দিনাজপুরের বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ৬ থেকে ৮ টাকা।  হঠাৎ চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা।

তবে এই ফাঁকে ফায়দা লুটছে মজুদকারী অসাধু ব্যবসায়ীরা।  

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, চালের সংকট ও সরবরাহ না থাকায় মূল্য বৃদ্ধি পাচ্ছে। তবে আগামী ১৫-২০ দিনের মধ্য নতুন ধান উঠলে চালের দাম স্বাভাবিক হয়ে আসবে।  

দিনাজপুর শহরের সবচেয়ে বড় খুচরা ও পাইকারি চালের বাজার বাহাদুর বাজার ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহ আগে প্রতি কেজি বিআর-২৮ চাল ৩৫ টাকায় বিক্রি হলেও তা এখন ৪৬ টাকা। ৩৪ টাকার গুটি স্বর্ণা বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এছাড়া ৪২ টাকার মিনিকেট ৫২ টাকায় আর ৪৮ টাকার নাজির শাইল চাল বিক্রি হচ্ছে ৫৫ টাকায়।

চালের দাম বৃদ্ধিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ-ছবি-বাংলানিউজচাল ক্রেতা নাজমুল ইসলাম বাংলানিউজকে বলেন, সরকারের চালের বাজার নিয়ন্ত্রণে কাজ করা উচিৎ। তা না হলে যেভাবে চালের দাম বাড়ছে সাধারণ মানুষের বেঁচে থাকাই মুশকিল হবে।  

খুচরা চাল ব্যবসায়ী সোহেল রানা বাংলানিউজকে বলেন, আমরা অল্প করে পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে চাল কিনে বিক্রি করি। আমরা স্বল্প লাভে বিক্রি করি। দাম বাড়লে বা না বাড়লেও আমাদের কোনো লাভ নাই।

অন্যদিকে পাইকারি ব্যবসায়ী মাসুম হোসেন বলেন, চালের সংকট থাকায় সরবরাহ কম। এতে চালের দাম বাড়ছে। কিন্তু আগামী ১৫ থেকে ২০ দিন পর নতুন ধান উঠার পর চালের দাম স্বাভাবিক হবে বলে এই ব্যবসায়ী আশা করছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মে ০৫, ২০১৭
আরআর/বিএস 
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।