শুক্রবার (৫ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সৈয়দপুর সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মাহবুব-উল ইসলাম এ জরিমানা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত রাসেল জেলার আক্কেলপুর উপজেলার কানুজপাড়ার মুকুল হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাধ্যমিক স্কুলের নবম শ্রেণির ছাত্র।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, মোবাইল ফোনের মাধ্যমে সৈয়দপুর শহরের কানুজপাড়ার ওই তরুণীকে প্রায় উত্ত্যক্ত করতো রাসেল। দুপুরে শহরে এসে কৌশলে ডেকে নেয় ওই তরুণীকে। পরে খবর পেয়ে পুলিশ শহরের উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে থেকে রাসেলকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় সে দোষ স্বীকার করায় বিচারক তাকে ২শ’ টাকা জরিমানা করেন।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মে ০৫, ২০১৭
আরবি/