ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

আলোকচিত্র অতীত ইতিহাস সামনে আনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, মে ৫, ২০১৭
আলোকচিত্র অতীত ইতিহাস সামনে আনে অনুষ্ঠানে অতিথিরা। ছবি: জি এম মুজিবুর-বাংলানিউজ

ঢাকা: আলোকচিত্রের মাধ্যমে অতীত ইতিহাস আমাদের সামনে আসে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

শুক্রবার (০৫ মে)  বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমি ‘চিত্রশালা মিলনায়তনে বিপিএস -পেপার ওয়ার্ল্ড ’৩য় আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী-২০১৬ উদ্বোধন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস) এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, অতীত ইতিহাস ধরে রাখার জন্য আলোকচিত্রের গুরুত্ব অপরিহার্য। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের সময় ফটোগ্রাফাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে এসব আমাদের মূল্যবান দলিল হয়ে রয়েছে।  

বিপিএসের সভাপতি আশফাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিল্পকলা একাডেমির চিত্রশালার পরিচালক লিয়াকত হোসেন লাকি, মহাসচিব এম ইউসুফ তুষার, পেপার ওয়ার্ল্ডের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম প্রমুখ।

আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীতে বিশ্বের ৬৬৫ জন চিত্রশিল্পী অংশ নেন। এতে মোট ১৩ হাজার ৩০০ ছবি জমা পড়ে। এর মধ্যে ৫০০ ছবি প্রদর্শনীতে স্থান পায়। প্রদর্শনী চলবে ৫ মে থেকে ১৯ মে পযর্ন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা, শুক্রবার বিকেল তিনটা থেকে রাত ৮টা পযর্ন্ত প্রদর্শনী সবার জন্য খোলা থাকবে।

অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার হিসেবে ৪ হাজার ৬০০ ইউএস ডলার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এমসি/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।