শুক্রবার (৫ মে) বিকেলে সাভারের ভাকুর্তার মোসুরিখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে ভাকুর্তার মোসুরিখোলা এলাকায় বিচারে যান তফিজ।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তফিজকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মে ০৫, ২০১৭
আরবি/