ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে: ইনু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, মে ৫, ২০১৭
দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে: ইনু ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার (০৫ মে) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে শিক্ষাবার্তা ডটকমের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যখন দেশ অবাধ মুক্তচিন্তার দিকে এগিয়ে যাচ্ছে, তখন জঙ্গিবাদ, আল বদর, আল শামস দেশকে পেছনে ঠেলে দিচ্ছে।

এ সময় শিক্ষাবার্তার শুভকামনা করে তিনি বলেন, আধুনিকায়নের যুগে শিক্ষার মহান বার্তা নিয়ে কাজ করছে এ পত্রিকা। শিক্ষাবার্তা যেন শিক্ষার্থীদের মধ্যে জঙ্গিবাদ বিরোধী বার্তা ছড়িয়ে দেয়। শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করে।

শিক্ষাবার্তার প্রধান সম্পাদক এএইচএম সায়েদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-সম্পাদক মো.আসাদুজ্জামান খান, ইমরান গ্রুপের চেয়ারম্যান লায়ন মো. জুনাব আলী, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) সেক্রেটারি  মো. শামছুর রহমান, শিক্ষাবার্তার উপদেষ্টা অ্যাডভোকেট সিরাজ প্রমাণিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এএম/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।