ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, মে ৫, ২০১৭
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. বশির মুন্সী (১৪) নামে এক স্কুলছাত্র নিহত ও অপর এক ছাত্র আহত হয়েছে।

শুক্রবার (৫ মে) সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় বশির ও তার সহপাঠী বাইসাইকেলে করে গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক দিয়ে যাচ্ছিল।

পথে উপজেলার করপাড়া বাসস্ট্যান্ডে টেকেরহাটগামী পাথরবোঝাই একটি ট্রাক
বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বশিরের মৃত্যু হয়।   স্থানীয়রা চালকসহ ট্রাকটি আটক করে বৌলতলী পুলিশে সোপর্দ করে। আহত ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মে ০৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।