ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

রোববার থেকে রাঙ্গামাটির সড়ক-নৌপথে পরিবহন ধর্মঘট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, মে ৫, ২০১৭
রোববার থেকে রাঙ্গামাটির সড়ক-নৌপথে পরিবহন ধর্মঘট রোববার থেকে রাঙ্গামাটির সড়ক-নৌপথে পরিবহন ধর্মঘট-ছবি: বাংলানিউজ

রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে রোববার (৭ মে) থেকে সড়ক ও নৌপথে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রাঙ্গামাটি জেলা সড়ক ও নৌযান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

মালিক ও চালকদের আঞ্চলিক সন্ত্রাসী কর্তৃক হত্যা, গুম, অপহরণ, চাঁদাবাজি এবং জিম্মি দশা থেকে উদ্ধারের দাবিতে এ ধর্মঘটের ডাক দেয় তারা।
 
শুক্রবার (০৫মে) বিকেলে রাঙ্গামাটি ট্রাক টার্মিনাল এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান ওই সংগঠনের নেতারা।

এসময় উপস্থিত ছিলেন-রাঙ্গামাটি বাস মালিক সমিতির সভাপতি মঈন উদ্দীন সেলিম, রাঙ্গামাটি ট্রাক মালিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সেকান্দর হোসেন চৌধুরী, ট্রাক-মিনি ট্রাক মালিক-শ্রমিক যৌথ কমিটির সভাপতি সাব্বির আহমদ ওসমানী, রাঙ্গামাটি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি রুহুল আমীন, রাঙ্গামাটি ট্রাক-মিনি ট্রাক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক ছোটন, রাঙ্গামাটি সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি অলি উল্লাহ আলি, ট্রাক চালক কল্যাণ সমিতির আহ্বায়ক এএসএম ফজলুল করিম চৌধুরী।

সংবাদ সম্মেলনে ওই সংগঠনের নেতারা জানান, রাঙ্গামাটির সব রুটে বাস, ট্রাক, মিনিবাস, মিনিট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশাসহ সব ধরনের পণ্যবাহী পরিবহনের মালিক ও চালকদের আঞ্চলিক সন্ত্রাসী কর্তৃক হত্যা, গুম, অপহরণ, চাঁদাবাজি এবং জিম্মি দশা থেকে উদ্ধারের দাবিতে রোববার (০৭ মে) থেকে সড়ক ও নৌপথে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মে ০৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।