ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার ২শ’ মাদকসেবীর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, মে ৫, ২০১৭
স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার ২শ’ মাদকসেবীর স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার ২শ’ মাদকসেবীর-ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক সেবন ও ব্যবসা ছাড়তে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে অঙ্গীকার করেছেন দুইশ’ মাদক ব্যবসায়ী ও সেবনকারী।

শুক্রবার (৫ মে) আখাউড়া পৌর এলাকার আজমপুর মাদ্রাসা মাঠে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক বিরোধী এক সুধী সমাবেশে এ অঙ্গীকার করেন তারা।

আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হান্নান ভূঁইয়া স্বপন তাদের মাদকের পথ থেকে ফিরিয়ে আনার এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।

জনপ্রতিনিধির এমন উদ্যোগকে এলাকার বিভিন্ন শ্রেণীপেশার লোকেরা সাধুবাদ জানিয়েছেন।

চেয়ারম্যান আব্দুল হান্নান ভূঁইয়া স্বপনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ১২ বিজিবি ব্যাট‍ালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ আলী, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার প্রমুখ।

চেয়ারম্যান মো. আব্দুল হান্নান ভূঁইয়া স্বপন বলেন, এ ইউনিয়নের প্রধান সমস্যা মাদক। মাদক নির্মূলে স্থানীয় মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম, ইউপি সদস্য, রাজনীতিবিদ, এলাকার গণ্যমান্য ব্যক্তির সমন্বয়ে প্রতিটি ওয়ার্ডের মাদক সেবনকারী, ব্যবসায়ী ও স্পটের তালিকা করা হয়। একটি আদর্শ ও পরিচ্ছন্ন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে আমি এ প্রচেষ্টা চালাই।

প্রসঙ্গত, সীমান্তবর্তী আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অন্তত অর্ধশতাধিক মাদকের স্পট রয়েছে। সীমান্ত পথে আসা মদ, গাঁজা, ফেনসিডিল, হেরোইনসহ বিভিন্ন প্রকার নেশাজাত দ্রব্যের বেচাকেনার বিশাল নেটওর্য়াক গড়ে উঠেছে ওই ইউনিয়নের বিভিন্ন এলাকাগুলোতে। মাদকের গ্রাসে আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণ, যুবক, ছাত্র, দিনমজুর, চাকরিজীবী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, মে ০৫, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।