ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী-শাশুড়ি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মে ৫, ২০১৭
গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী-শাশুড়ি আটক

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাবার বাড়ি যেতে চাওয়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী সজিব হাসান (২৫) ও শাশুড়ি হোসনে আরাকে আটক করেছে পুলিশ।

নিহত নারীর নাম নুরুনাহার (১৯)। তিনি সিরাজগঞ্জ সদর থানার হোসেনপুর এলাকার নজরুল ইসলামের মেয়ে।

শুক্রবার (০৫ মে) বিকেল ৪টার দিকে উপজেলার দক্ষিণ ভাংনাহাটি এলাকার বাবুল হাসানের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার আমিনুর রহমান বাংলানিউজকে জানান, গত ২৬ মার্চ সিরাজগঞ্জ সদর থানার হোসেনপুর এলাকার নজরুল ইসলামের মেয়ে নূরুনাহারের সঙ্গে একই থানার ধানবান্ধি এলাকার নুরুল ইসলামের ছেলে সজিব হাসানের বিয়ে হয়।

শুক্রবার ভাড়া বাসায় নুরুনাহারকে নায়র নিতে আসেন তার ভাই। এসময় স্বামী সজিব তাকে বাবার বাড়ি যেতে নিষেধ করেন। এর জের ধরে তাদের (স্বামী-স্ত্রী) মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সজিব নুরুনাহারকে টেনে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। প্রায় আধাঘণ্টা পর দরজা খুললে বাড়ির অন্য লোকজন ঘরে গিয়ে নুরুনাহারের মরদেহ দেখতে পান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় স্বামী সজিব ও শাশুড়ি হোসনে আরাকে আটক করা হয়েছে।

সজিব সপরিবারে শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি এলাকার বাবুল হাসানের বাড়িতে ভাড়া থেকে চাকরি করতো।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মে ০৫, ২০১৭
আরএস/ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।