ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

হিজলায় জ‌মি সংক্রান্ত বিরোধে কৃষক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মে ৫, ২০১৭
হিজলায় জ‌মি সংক্রান্ত বিরোধে কৃষক নিহত

বরিশাল: বরিশালের হিজলায় ভূমিহীন কৃষকদের মধ্যে বরাদ্দ খাস জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। 

শুক্রবার (০৫ মে) সন্ধ্যায় ব‌রিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত মোসলেম (৭০) কৃষ্ণপুর এলাকার বা‌সিন্দা।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্টার ডা. খালেদ মাহমুদ তার (মোসলেম) মৃত্যুর বিষয়‌টি নি‌শ্চিত করেছেন।

সকালে উপজেলার চর আবুপুর গ্রামে সংঘ‌র্ষ হয়। বেশ কিছু ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অ‌ভিযোগ পাওয়া গেছে। এসময় কমপক্ষে ১০ জন কৃষক আহত হন।  

গুরুতর আহত মো. শাহে আলম, চাঁনবক্স হাওলাদার ও আলীম দেওয়ান  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।  

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চর আবুপুরের ১২শ’ একর খাস জমি নিয়ে উত্তর পাড় এলাকার সোহরাব সিকদার, হান্নান বেপারি, সালাম মুন্সী, মোতাহার বেপারি ও খালেক মৃধাসহ কয়েকজনের সঙ্গে দক্ষিণপাড়ের বাসিন্দা ইউপি সদস্য মজিবর রহমান সরদার ও বরাদ্ধ পাওয়া কৃষকদের মধ্যে বিরোধ রয়েছে। উভয়পক্ষ জমি দখল পেতে আদালতে মামলা করেছে। জমির দখল নিয়ে সকালে সোহরাব সিকদারের লোকজনের সঙ্গে কৃষকদের সংঘর্ষ শুরু হয়। এসময় কয়েকজন কৃষক আহত হন।

পু‌লিশ ঘটনাস্থলে গিয়ে মুলাদী উপজেলার বাসিন্দা শাহাদাত সিকদার, মিরাজ সরদার ও হারুন মুন্সীকে আটক করে। আটকদের কাছ থেকে ৫টি টেঁটা জব্দ করা হয়েছে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড ফাঁক গুলি ছোড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় মামলা হবে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলা‌দেশ সময়: ২০৩১ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এমএস/আরআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।