শুক্রবার (০৫ মে) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৮ জনকে ঢাকা ও শরীয়তপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণ আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বর্তমান সদস্য তারেক ভূইয়া ও সাবেক সদস্য মোস্তফা মাদবর গংদের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে বিরোধ চলে আসছে। ইতোপূর্বে তারা একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়। এরই ধারবাহিকতায় শুক্রবার বিকেলে আবারও দু’পক্ষ দেশীয় অস্ত্র ও ককটেল ফাটিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় প্রায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে উভয়পক্ষের ১৪ জন আহত হয়।
আতহদের মধ্যে তারেক ভূইয়ার পক্ষের রবিন ভূইয়া (২০), আলমগীর মির্জা (৩৮), আবু কালাম ভূইয়া (৬৫), মোশরফ পেদা (২৬), রফিক ভূইয়া (১৮) এবং মোস্তফা মাদবরেরর পক্ষের সুমন বেপারী (২৬) বাচ্চু বেপারী (১৫) ও মুছা মিরফলকে (৮) শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে গলায় টেঁটা বিদ্ধ অবস্থায় তারেক ভুইয়ার পক্ষের রবিন ভূইয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া তারেক ভূইয়ার পক্ষের আহত দেলোয়ার ভূইয়া (৩৪), রাজিব ভূইয়া (১৭) এবং মোস্তফা মাদবরের পক্ষের করিম হাওলাদার (২৮), মোবারক হাওলাদার (১৮), নাজমুল (২৫), নাহিদ হাওলাদারকে (১৪) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
তারেক ভূইয়া বলেন, আমার পক্ষের লোকজন একটি অনুষ্ঠান থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিল। এ সময় মোস্তফা মাদবর, ফারুক হাওলাদার ও দেলু বেপারীসহ তাদের লোকজন আমার লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমার পক্ষের ৭ জন আহত হয়। এদের মধ্যে ৫ জনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। টেঁটাবিদ্ধ অবস্থায় একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
অপর পক্ষের ফারুক হাওলাদার বলেন, তারেক ভূইয়ার লোকজন এক জায়গায় জড়ো হয়ে খাওয়া-দাওয়া পর দেশীয় অস্ত্র এবং ককটেল নিয়ে আমাদের লোকজনের উপর হামলা চালায়। এতে আমাদের পক্ষের ৭ জন ককটেলের আঘাতে আহত হয়। এদের মধ্যে তিনজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী বলেন, পূর্ব শত্রুতা এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে থানায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মে ০৫, ২০১৭
আরএ