শুক্রবার (৫ মে) বিকেলে পৌর এলাকার শহীদগঞ্জ ও রতনগঞ্জ মহল্লাবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রতনগঞ্জের ইমন (১৮), সজিব (১৯), আলীম (১৭), জায়েদা (৪০), আলোকে (২২) সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, রতনগঞ্জ মহল্লার জাহিদ ও সাব্বিরের ৫০০ টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার (৪ মে) রাতে জাহিদ পার্শ্ববর্তী শহীদগঞ্জ মহল্লা থেকে তার সমর্থকদের নিয়ে সাব্বিরের ওপর হামলা চালায়। এসময় সাব্বিরের লোকজন এগিয়ে এলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনার জের ধরে পুনরায় শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উভয়পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১১ জনকে আটক করে। ওই দুই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ০৫, ২০১৭
আরবি/এসএইচ