ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ইয়াবাসহ ২ ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, মে ৫, ২০১৭
বগুড়ায় ইয়াবাসহ ২ ব্যবসায়ী আটক

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার বাসকুটা এলাকায় অভিযান চালিয়ে ৪শ’ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছেন ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ৠাব) সদস্যরা।

আটককৃতরা হলেন- শেরপুর উপজেলার তাঁতরা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. মিলন (৩৩) ও একই উপজেলার লক্ষীকোলা গ্রামের ইব্রাহিম প্রামাণিকের ছেলে মনোয়ার হোসেন বাপ্পী (১৯)।
 
শুক্রবার (০৫ মে) দিনগত রাত ৮টার দিকে ৠাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


 
এতে বলা হয়, বৃহস্পতিবার (০৪ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ৠাবের একটি দল অভিযান চালিয়ে ৪শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ ঘটনায় শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এমবিএইচ/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।