ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

বীরগঞ্জে ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মে ৫, ২০১৭
বীরগঞ্জে ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার

দিনাজপুর: ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি কোচ তল্লাশি করে ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৫ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার বীরগঞ্জে অভিযান চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহমেদ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের (ঢাকা-মেট্রো-ব-১১-৮১৪৫) গাড়িতে অভিযান চালালে গাড়ির বক্সে থাকা একটি বস্তায় বিশেষ পদ্ধতিতে প্যাকেট করা ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি আক্কাছ আহমেদ।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মে ০৫, ২০১৭
আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।