শুক্রবার (০৫ মে) সন্ধ্যা ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় মহানন্দা নদীর পাশে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির সঠিক বয়স বোঝা যাচ্ছে না। তবে আনুমানিক ৩৫ বছর হবে।
তার পরনে সাদা চেক লুঙ্গি ও চেক শার্ট আছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
মরদেহটি গলে বিকৃত হয়ে যাওয়ায় কেউ তাকে শনাক্ত করতে পারেননি। এই ব্যাপারে মামলা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এসএস/জিপি/এসএইচ