বুধবার (০৩ মে) রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার (০৫ মে) রাতে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার শিশুটির মা ঢামেকে সাংবাদিকদের জানান, শিশুটি প্যান্ট তৈরির কারখানায় চাকরি করে। বুধবার রাতের শিফটে কাজ করার সময় আশিক (২০) নামে কারখানার অপর এক কর্মচারী তাকে ধর্ষণ করেন। শুক্রবার শিশুটি তার মাকে এ ঘটনা জানায়।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এম এ রশিদ জানান, বিষয়টি তদন্ত করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এজেডএস/আরআর/এসআই