ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

দীঘিনালায় হাত-পা বাঁধা ও সজ্ঞাহীন এক ব্যক্তি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, মে ৫, ২০১৭
দীঘিনালায় হাত-পা বাঁধা ও সজ্ঞাহীন এক ব্যক্তি উদ্ধার

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার হাজাছড়া এলাকার মাইনী নদীর পাড় থেকে হাত, পা ও মুখ বাঁধা এবং অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করা হয়। তাকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উদ্ধার করা ব্যক্তির নাম আমান উল্লাহ (৬০)। তার বাড়ি মাটিরাঙ্গার শান্তিপুর এলাকায়।  

খোঁজ নিয়ে জানা যায়, হাজাছড়ার মাঈনী নদীতে তাকে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এসময় তার শরীরের অর্ধেক কাঁদা মাটিতে ঢাকা ছিল। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।  

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দীপংকর ধর জানান, রোগী বিপদমুক্ত।  

দীঘিনালা থানার উপ পরিদর্শক (এসআই) ফয়জুল করিম জানান, এরই মধ্যে লোকটির পরিচয় জানা গেছে। তবে কে বা কারা কেন তাকে হত্যার চেষ্টা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।  

এদিকে, খবর পেয়ে মাটিরাঙ্গা থেকে আমান উল্লাহ’র স্বজনরা দীঘিনালার উদ্দেশে রওনা হয়েছেন বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৩২২ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।