শুক্রবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করা হয়। তাকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, হাজাছড়ার মাঈনী নদীতে তাকে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এসময় তার শরীরের অর্ধেক কাঁদা মাটিতে ঢাকা ছিল। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দীপংকর ধর জানান, রোগী বিপদমুক্ত।
দীঘিনালা থানার উপ পরিদর্শক (এসআই) ফয়জুল করিম জানান, এরই মধ্যে লোকটির পরিচয় জানা গেছে। তবে কে বা কারা কেন তাকে হত্যার চেষ্টা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, খবর পেয়ে মাটিরাঙ্গা থেকে আমান উল্লাহ’র স্বজনরা দীঘিনালার উদ্দেশে রওনা হয়েছেন বলেও জানা গেছে।
বাংলাদেশ সময়: ০৩২২ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এসআই