রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলার আগর বাগান এলাকায় বন্যহাতির আক্রমণে তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (০৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে কাপ্তাই থেকে মোটরসাইকেলে করে রাঙামাটি আসার পথে আক্রমণের শিকার হন তারা।
আহতদের মধ্যে দু’জনের নাম জানা গেছে।
তারা হলেন-রাঙ্গুনিয়া উপজেলার কাঠ ব্যবসায়ী নুরুল কবির (৪০) ও মো. আজিম (৩৮)। গুরুতর তাদের দু’জনকে চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে। আহত অপরজন আগর বাগান এলাকার এক প্রতিবন্ধী বলে জানা গেছে।
এদিকে, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম বলেন, হাতির আক্রমণে তিনজন আহত হওয়ার খবর শুনেছি। বর্তমানে কাপ্তাই এলাকায় বন্যহাতির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এলাকার লোকজন ও পথচারীরা আতংক নিয়ে চলাচল করছেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ০৫৫৭ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।