ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ইয়ং বম অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, মে ৬, ২০১৭
বান্দরবানে ইয়ং বম অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী

বান্দরবান: বান্দরবানে বম সম্প্রদায়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ং বম অ্যাসোসিয়েশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

শুক্রবার (০৫ মে) এ উপলক্ষে চিম্বুক পাহাড়ের লাইমী পাড়ায় দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইয়ং বম অ্যাসোসিয়েশনের সভাপতি ভানতির বম।

এতে আরো উপস্থিত ছিলেন-ময়মনসিংহ-এক আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, বান্দরবানে সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন, বান্দরবান জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্য সা প্রু মারমা, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, বান্দরবান জেলা পরিষদের সদস্য লক্ষ্মী পদ দাস, জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা প্রমুখ।

সকাল থেকে বান্দরবানের বম অধ্যুষিত উপজেলা রুমা, রোয়াংছড়িসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকার বম সম্প্রদায়ের নারী-পুরুষ এ অনুষ্ঠানে যোগ দেন।  

এসময় বম সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয় বান্দরবানের চিম্বুক পাহাড় এলাকার লাইমী পাড়া।  

এ উপলক্ষে লাইমী পাড়ার স্কুলমাঠে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুই দিনের অনুষ্ঠানের প্রথমদিন সেনাবাহিনী বম সম্প্রদায়ের সহযোগিতায় লাইমী পাড়া স্কুলমাঠে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। এতে দূর-দূরান্ত থেকে আসা নারী-পুরুষ চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা নেন।

পার্বত্য চট্টগ্রামে ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে অন্যতম বম সম্প্রদায়। ১৯৭৬ সালে বম সম্প্রদায়ের ঐতিহ্য সংস্কৃতি রক্ষার উদ্দেশে গঠন করা হয় ইয়ং বম অ্যাসোসিয়েশন। যা তাদের নিজস্ব সংস্কৃতি-ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ০৬২৭ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।