শুক্রবার (০৫ মে) এ উপলক্ষে চিম্বুক পাহাড়ের লাইমী পাড়ায় দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইয়ং বম অ্যাসোসিয়েশনের সভাপতি ভানতির বম।
সকাল থেকে বান্দরবানের বম অধ্যুষিত উপজেলা রুমা, রোয়াংছড়িসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকার বম সম্প্রদায়ের নারী-পুরুষ এ অনুষ্ঠানে যোগ দেন।
এসময় বম সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয় বান্দরবানের চিম্বুক পাহাড় এলাকার লাইমী পাড়া।
এ উপলক্ষে লাইমী পাড়ার স্কুলমাঠে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুই দিনের অনুষ্ঠানের প্রথমদিন সেনাবাহিনী বম সম্প্রদায়ের সহযোগিতায় লাইমী পাড়া স্কুলমাঠে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। এতে দূর-দূরান্ত থেকে আসা নারী-পুরুষ চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা নেন।
পার্বত্য চট্টগ্রামে ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে অন্যতম বম সম্প্রদায়। ১৯৭৬ সালে বম সম্প্রদায়ের ঐতিহ্য সংস্কৃতি রক্ষার উদ্দেশে গঠন করা হয় ইয়ং বম অ্যাসোসিয়েশন। যা তাদের নিজস্ব সংস্কৃতি-ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ০৬২৭ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এসআই