ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, মে ৬, ২০১৭
মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম (৬৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ চারজন।

শনিবার (৬ এপ্রিল) মঠবাড়িয়া তুষখালী সড়কের জমাদ্দার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালামের বাড়ি উপজেলার বেতমোর গ্রামে।

তিনি মঠবাড়িয়া পৌরসভায় কাপড়ের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তুষখালী থেকে মাহিন্দ্র গাড়িটি চারজন যাত্রী নিয়ে মঠবাড়িয়া যাচ্ছিল। তুষখালী এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মাহিন্দ্রটির চালকসহ পাঁচ যাত্রী আহত হয়।

গুরুতর আহত আব্দুস সালাম (৬৫), তৌফিক (৬৫), আব্দুস সালাম (২২), গোলে নূর (৭০), সেতারাকে (৫৭) উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে দায়িত্বরত চিকিৎসক ফেরদৌস ইসলাম বাংলানিউজকে জানান, হাসাপাতালে নিয়ে আসার আগেই আব্দুস সালামের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, মে ০৬, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।