ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, মে ৬, ২০১৭
টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (০৬ মে) বেলা পৌনে ১১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনের আউটার সিগ্যনালে এ দুর্ঘটনা ঘটে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকা-জয়দেবপুর রেললাইন পার হচ্ছিলেন ওই বৃদ্ধ।

এ সময় ঢাকাগামী সুরমা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের পরনে লালচে রঙয়ের পাঞ্জাবি ও কালো চেক লুঙ্গি রয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, মে ০৬, ২০১৭
আরএস/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।